খেলাধুলা | তারিখঃ জানুয়ারি ১৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1085 বার
স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে দশমবারের মত শিরোপা জিতে নেয় জিদানের দল।
রবিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
ম্যাচের প্রথমার্ধজুড়ে আধিপত্য দেখালেও অ্যাথলেটিকোর শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেললেও মিডফিল্ডে ব্যর্থতা আর স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শটে নির্ধারিত সময়েও গোলের দেখা পায়নি জিদানের শিষ্যরা।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলায় ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ভালভেরদে। এই সুযোগে আক্রমণ বাড়িয়ে গোলের কয়েকটি সুযোগ সৃষ্টি করেও প্রতিপক্ষকে পরাস্ত করতে পারেনি অ্যাথলেটিকো।
পরবর্তীতে খেলা টাইব্রেকারে গড়ালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ৪-১ গোলের জয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নেয় রিয়াল। এর মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রথম এবং ১১তম সুপার কাপ জিতলো জিদানের রিয়াল মাদ্রিদ। ইউএনবি।
Leave a Reply