অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ১১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 502 বার
মোবাইল ফোনে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে গত ১০/১১/২০১০ইং তারিখ হতে জনৈক নুর নাহার (৩৮) ¯স্বামী- হারুনুর রশিদ, সাং-পশ্চিম পরকোট (হরিনারায়ন মাষ্টার বাড়ী),ওয়ার্ড নং-০৪, ০৩নং পরকোট দশ ঘরিয়া, থানা-চাটখিল, জেলা- নোয়াখালী এর নিকট থেকে বিভিন্ন তারিখে মাইজদী হতে এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সোহেল ও ভুলু নাম ব্যবহার করে ৩,৮০,০০০/- টাকা প্রতারণা করিয়া আত্মসাৎ করে। ০৯/০১/২০২০ তারিখ পূনরায় একটি মোবাইল ফোন এবং একটি ¯স্বর্ণের আংটি নেওয়ার জন্য নোয়াখালী আসিলে নূর নাহার ও তার ছেলে উক্ত প্রতারক জ্বিনের বাদশা মো: সাইফুল ইসলাম প্রকাশ সোহেল প্রকাশ ভুলু মিয়া (৪০), পিতা-মৃত নুরুল হক গেছু, সাং-মীরুপাড়া, ০৬নং ওয়ার্ড, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে সোনাইমুড়ি মসজিদের সামনে আমলে জনগন তাকে আটক করে। সে আত্মসাৎকৃত টাকা ফেরত দিবে মর্মে জানায় কিন্তু উক্ত টাকা ফেরত না দেওয়ায় নুর নাহার ও তাহার ছেলে মামুনুর রশিদ ফয়সাল কথিত জ্বিনের বাদশাকে চাটখিল থানায় নিয়ে যায়। চাটখিল থানা পুলিশ উক্ত জ্বিনের বাদশা মো: সাইফুল ইসলাম প্রকাশ সোহেল প্রকাশ ভুলু মিয়া (৪০)কে সুধারাম থানায় হস্তান্তর করে। নুর নাহার বাদী হয়ে সুধারাম থানায় এজাহার দায়ের করিলে সুধারাম থানার মামলা নং-২০, তারিখ-১০-০১-২০২০ইং, ধারা ৪১৯/৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই/ মহিউদ্দিন ভূইয়া তদন্ত করিতেছেন।
Leave a Reply