অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ৭, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 366 বার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার তাকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।
খুরশীদ আলম বলেন, ‘সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।’
এর আগে রবিবার (৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান , প্রার্থিতা বাতিল হওয়ার কারণে গত রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার উদ্দেশে রওনা হন মোস্তাফিজুর রহমান। কমিশনারের কার্যালয়ে পৌঁছার আগেই সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁকে মাইক্রোবাসে তুলে চোখে কালো কাপড় বেঁধে দেন। রাতভর চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মোস্তাফিজের কাছে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা ও আপিলের কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে সোমবার সকালে সিরাজদিখানে একটি আলুর খেতে তাঁকে ফেলে রাখা হয়। সকাল আটটায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছেন।
Leave a Reply