জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 449 বার
রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে দেখতে গিয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এ তথ্য জানান।
এদিকে কী আলামত পাওয়া গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গুলশান বিভাগের ডিসি সুদিপ চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ‘সন্দেহভাজন আলামত এখন পর্যন্ত যা পাওয়া গেছে তা হলো ভিকটিমের পরিধেয় বস্ত্র, বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, একজোড়া স্যান্ডেল (পুরুষের), ঘড়ি, ইনহেলার ও স্পাইরাল মেশিন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটিই ঘটনাস্থল।
এর আগে রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। তিনি এখন চিকিৎসাধীন। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply