অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ৫, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 688 বার
ইয়াবা ট্যাবলেটসহ দুই বিদেশি ফুটবলারকে গ্রেপ্তারের গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এক বাংলাদেশি ফুটবলারকেও গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ প্রথমে ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ঢাকা থেকে বাংলাদেশি ফুটবলার মো. মাসুদকে গ্রেফতার করা হয়।
ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। দেশি খেলোয়াড় মাসুদও বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেন বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শুক্রবার রাত ২টার দিকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। এর আগে দুই বিদেশি খেলোয়াড়ের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে ইয়াবাগুলো হস্তান্তরে মাসুদকে এখানে ডেকে আনা হয়েছিল।
সিএমপির এডিসি রউফ জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফ্রাঙ্ক ও রিচার্ড জানিয়েছেন তারা ঢাকা থেকে কক্সবাজার ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে খেলা না হওয়ায় তারা ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি তাদের পূর্বপরিচিত কুমিল্লার মাসুদকে দেওয়ার জন্য ইয়াবাভর্তি প্যাকেটটি দিয়েছিল। তারা সেই ইয়াবা নিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদে ঘানার দুই নাগরিক আরও জানান, তারা কয়েক বছর ধরে বাংলাদেশে রয়েছেন। তবে তাদের ভিসা আছে কি-না, সেটা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ।
গ্রেফতার হওয়া তিন ফুটবলারকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম। তবে কক্সবাজারের যে ব্যক্তি ইয়াবার প্যাকেটটি দিয়েছিল, তার নাম-পরিচয় জানা গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি পুলিশ।
Leave a Reply