জেলা সংবাদ | তারিখঃ ডিসেম্বর ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 849 বার
ওয়াটারএইড বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিন জাহান। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), ডানিডা, ডব্লিউএসপি, আইটিএন-বুয়েট এবং ওয়াটারএইড। ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) খাতে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর পদে যোগদানের আগে তিনি প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেন হাসিন জাহান। পরে তিনি যুক্তরাজ্যের ডব্লিউইডিসি লোগবরো ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ওয়াটার এবং ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন।
বুয়েট থেকে পাস করার পর ১৯৯৩ সালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। এলজিইডিতে পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ১৯৯৬ সাল পর্যন্ত।
এরপর তিনি বুয়েটের ‘আইটিএন’ নামে একটি প্রকল্পে টেকনোলজি বিশেষজ্ঞ হিসেবে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত কাজ করেন। এরপর হাসিন জাহান পেশা হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের বদলে সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেন। সরাসরি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য ‘ডিপিএইচই’র (ড্যানিডা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কম্পোনেন্ট) প্রকল্পের সিনিয়র সোসিও ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে যুক্ত হন।
এরপর তিনি এ প্রতিষ্ঠানেই প্রধান সোসিও ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওয়াটার এইড বাংলাদেশের ‘প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৫ সালের জুন থেকে আন্তর্জাতিক এনজিও প্র্যাকটিক্যাল অ্যাকশনের ‘বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ২৮টিরও বেশি দেশে বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন এবং হাইজিন নিশ্চিতকরণে কাজ করছে। সংস্থাটি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
Leave a Reply