ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসু ভিপি নুরুল হক নুরু এবং তার অনুসারীরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ একে এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে আহতদের সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, চিকিৎসাধীন আটজনের মধ্যে কারোরই এমন কোনো অবস্থায় নেই যাকে আমরা বিপজ্জনক বলব।

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, সোহেলকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। অপা‌রেশ‌নের আগের দিন তার সিটি স্ক্যান করা হয়েছিল। তা‌তে আমরা কিছু সমস্যা পাই। যখন মনে হয়েছে, তার অপারেশন করা দরকার তখনই আমরা তার অপারেশন করি। তিনি বলেন, তার মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। যখন মনে করলাম, অপারেশন দরকার তখনই আমরা তাকে অপারেশন করলাম। তার অবস্থার উন্নতি হচ্ছে।

ঢামেক পরিচালক বলেন, আমাদের তাকে আমরা আজ আইসিওতে থেকে এইচডিইউতে নিয়ে যাব। শনিবার তাকে আমরা কেবিনে দেব। ফারাবীর উল্লেখযোগ্য কোনো ফাইন্ডিং ছিল না। সে বলেছিল মাঝে মাঝে তার শ্বা‌স-নিঃশ্বাসে অসুবিধা হয়। তার বিশ্রাম দরকার ছিল, সে এখনো বিশ্রামের মধ্যে আছে। তাকে আমরা এইচডিইউতে রেখেছি। আমাদের মেডিকেল বিশেষজ্ঞরা তাকে দেখছেন। শনিবার তাকে ওয়ার্ডে নিয়ে আসব। আমিনুলের কিছু সমস্যা আমরা লক্ষ করেছি। তার কিডনিতে কিছু আমরা জটিলতা পেয়েছি। তার কিডনিতে ইনফেকশন আছে সেখানে ট্রিটমেন্ট দেয়া হয়ে‌ছে।

তিনি বলেন, মেহেদী হাসানের ‌প্রেশার একটু বেশি তার প্রয়োজনীয় চিকিৎসা আমরা করবো। তাকে সংশ্লিষ্ট চিকিৎসকরা দেখছেন। সুস্থ মনে হলে তাকে আমরা রিলিজ দিব। এক সপ্তাহ পর ফলোআপে আসবেন।

তিনি বলেন, নুরের সবকিছু মোটামুটি ভালো আছে। এখন নতুন করে একটি সমস্যা দেখা দিয়েছে। আমরা তার এক্সরে করতে দিয়েছি, রিপোর্ট জে‌নে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, নাজমুলের তার হাতে ব্যথা ছিল। এক্সরে করা হয়েছে। সঠিক অবস্থা পাওয়ার পর তাকে আমরা রিলিজ দেব। আরিফের কানে আমরা সমস্যা পেয়েছি। তার প্রেসার বেশি রয়েছে। অবজারভেশনের জন্য আমরা তাকে মেডিকেলে রাখবো।

এর আগে গত রোববার দুপুরে ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ হামলা চালালে ডাকসুর ভিপি ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৪ জন নেতাকর্মী আহত হন। এখন ঢাকা মেডিকেলে আটজন চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢা‌মেক পরিচালক। তাদের মধ্যে তিনজনকে আজ রিলিজ দেয়া হবে। এছাড়া রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বাকি নেতাকর্মীরা।