অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 532 বার
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে এক কর্মচারীর রুম থেকে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের রুমে অভিযান চালান দুদক কর্মকর্তারা। এসময় চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের রুমের একটি লকার থেকে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, ‘নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি রুম থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগম কোন মন্তব্য করতে রাজি হননি
Leave a Reply