জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ১৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1054 বার
গাজীপুরে ‘ল্যাক্সারি ফ্যান’ কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে ফরিদুল ইসলাম (১৮), রাশেদ (২৫), উত্তম (২০) ও শামীমকে (২৬) চিনতে পেরেছেন ওই কারখানার এক শ্রমিক।
শ্রমিকরা জানিয়েছেন, দুইতলা ভবনের উপর টিনসেড করে তৃতীয় তলা বানানো হয়েছি। সেখানেই শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে ভেতরে একমাত্র সিঁড়ি থাকায় শ্রমিকরা বের হতে পারেননি। অধিকাংশই অন্ধকারের মধ্যে প্রচণ্ড ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কারো কারো শরীর আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জানের লাশ উদ্ধার করা হয়। কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলেই মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম রাত সাড়ে ৮টার দিকে বলেন, কারখানাটি তিন তলা। তবে দোতলা পর্যন্ত বিল্ডিং। এর উপরে টিনের শেড। পুরোটাই পুড়ে গেছে। নিহত ১০ জনের পুড়ে যাওয়া মরদেহ কারখানার ভেতরে পাওয়া গেছে।
Leave a Reply