অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 290 বার
রাজধানীর ফকিরাপুলে একটি ভবনের চিলেকোঠা থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ওই ভবনের কেয়ারটেকার শহিদুল ইসলামকে (৩৫) গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। আর ঘরের বাইরে রাখা একটি প্লাস্টিকের ড্রামে ছিল তার স্ত্রী মর্জিনা বেগমের (২৫) লাশ।
বুধবার রাতে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন শহিদুল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান ঘটনাস্থলে সমকালকে বলেন, শহিদুলের মৃতদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে মর্জিনাকে হত্যা করে ড্রামে রাখার বিষয়টির উল্লেখ আছে। তবে চিরকুটের হাতের লেখা তারই কিনা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে।
সরেজমিনে জানা যায়, ফকিরাপুলের কমরউদ্দিন লেনের ৫৫ নম্বর ভবনের পঞ্চম তলার ছাদে একটিমাত্র ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন শহিদুল। ভবনের মালিক মহিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। তার হয়ে শহিদুল ভবনটির দেখাশোনা করতেন। সব তলাতেই মূলত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভাড়াটেরা ব্যাংক অ্যাকাউন্টে ভাড়ার টাকা জমা দিতেন।
ভবনের পঞ্চম তলার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিন জানান, ছাদে ওঠার সিড়িতে লাগানো কলাপসিবল গেটে সবসময় তালা ঝুলত। ফলে ভাড়াটেরা কেউ ওপরে যেতে পারতেন না। শহিদুল প্রায়ই নিচে নামতেন। প্রতি মাসে তিনি ভাড়াটেদের কাছ থেকে পানির বিল আদায় করতেন। তবে তার স্ত্রীকে খুব কম দেখা যেত। তিনি কালেভদ্রে বাসা থেকে বের হলে বোরকা পরে নামতেন। রোববার রাতে তারা শহিদুলকে শেষবার দেখেন। ওই রাত থেকেই ভবনের পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। তারা গত তিন দিনে শহিদুলের মোবাইল ফোনে বারবার কল করে সেটি বন্ধ পান। সন্দেহ হওয়ায় তাদের একজন বুধবার বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে কলাপসিবল গেটের তালা ভেঙে ওপরে উঠে দু’জনের লাশ পায়।
মতিঝিল থানার এসআই শেখ সাইফুল ইসলাম জানান, সিঁড়ির মুখে একটি ড্রামে মর্জিনার লাশ ভরে সিমেন্ট দিয়ে মুখবন্ধ করে রাখা হয়েছিল। আর ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন শহিদুল। ভবনের বিভিন্ন তলার ভাড়াটেরা জানান, মাস ছয়েক আগে শহিদুলের বিয়ে হয়। তিনি বদরাগী ছিলেন। প্রচুর সিগারেট খেতেন। তার ও বাড়ির মালিকের গ্রামের বাড়ি সিলেটে।
Leave a Reply