জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 753 বার
বিশ্বের সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষের আশ্রয় এখন বাংলাদেশে। এই মুহূর্তে দেশে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা নয় লাখ ৬ হাজার। যারা মূলত মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠী।
বিশ্বের রাষ্ট্রহীন মানুষের আশ্রয়দানকারী দেশগুলো নিয়ে বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি প্রতিবেদন প্রকাশ করে।
২০২০ সালের প্রকাশিত প্রতিবেদনটি দেখা যাচ্ছে, ২০১৮ সালে পুরো বিশ্বের রাষ্ট্রহীন মানুষের এক চতুর্থাংশ এখন বাংলাদেশেই অবস্থান করছে। সেই বছর বিশ্বে রাষ্ট্রহীন মানুষ ছিল ত্রিশ লাখ ৯০ হাজার।
বাংলাদেশের পরেই আছে আফ্রিকার আইভরি কোস্ট এবং মিয়ানমার। যেখানে আশ্রয় নেয়া রাষ্ট্রহীন মানুষের সংখ্যা যথাক্রমে ছয় লাখ ৯২ হাজার এবং ছয় লাখ ২০ হাজার।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগের শিকার হয়ে সংখ্যালঘু গোষ্ঠীটির এসব মানুষ এ দেশে পালিয়ে আসে।
Leave a Reply