অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 525 বার
নোয়াখালী জেলার সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করে মাসে ২ কোটি ৪০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজরা। বুধবার ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ চাঁদা আদায়কারীকে গ্রেফতার করলেও গডফাদাররা ধরা ছোঁয়ার বাহিতে রয়েছে। নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কামরুজ্জামান শিকদার জানান, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে গত বুধবার জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ ও সদরের বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায়কারী ১০ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা নগদ টাকা, চাঁদার রশিদ যাতে কোন সীল বা স্বাক্ষর নেই শুধু টাকার পরিমাণ লেখা রয়েছে।
গ্রেফতারকৃত আবদুর রহিম জানায়, তারা নেতাদের নির্দেশে সোনাপুর স্ট্যান্ড, মাইজদী ইসলামিয়া সড়ক মোড়, সুধারাম থানার সামনে, মাইজদী বাজার, বেগমগঞ্জ চৌরাস্তা প্রতি সিএনজি অটোরিক্সা থেকে ১০ টাকা করে আদায় করছে এবং রাতেই নেতাদের কাছে রশিদ হিসাব করে টাকা বুঝিয়ে দিলে তারা দৈনিক ৩-৪ শত টাকা বেতন পান। সে আরও জানায় এটা ছাড়াও রাস্তায় ৩ থেকে ৪ ভাবে চাঁদা আদায় করা হয়। পৌর টোল, শ্রমিক কল্যাণ তহবিল, মালিক কল্যাণ তহবিল, হাইওয়ে পুলিশের চাঁদা ও বিট চাঁদা। জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটি সূত্রে জানান, নোয়াখালী জেলায় ১৩ হাজার বৈধ সিএনজি রয়েছে। আরও ৩-৪ হাজার রেজিস্ট্রিবিহীন রয়েছে বলে অনুমান করছে। জেলা ট্রাফিক সূত্রও এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন যে, এ ১৩ হাজারের কিছু কিছু গাড়ি আবার জেলার বাহিরেও চলাচল করে থাকে। আর অবৈধ গাড়িতো কোন হিসাবই নাই।
এক অনুসন্ধানে দেখা গেছে, নোয়াখালীর সোনাপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে চৌমুহনীর করিমপুর সড়ক এবং পূর্ব বাজার পর্যন্ত ৫টি পয়েন্টে ১০ টাকা করে হিসেব করলে এ ১৬ হাজার সিএনজি থেকে প্রতিদিন ৮ লাখ টাকা চাঁদা উঠে যা মাসে চাঁদার টাকার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ টাকা। ডিবির হাতে গ্রেফতারকৃত নাম প্রকাশে অনিচ্ছুক এক চাঁদা আদায়কারী জানায়, সোনাপুরে সিএনজি স্ট্যান্ডে সিএনজি কামাল, চৌমুহনীতে সিএনজি মাসুদ এবং মাইজদী বাজার এবং সুধারাম থানার সামনে থেকে আদায়কৃত টাকা রাতে লিটন ও মঈন নিয়ে যায়। নেতারা লাখ লাখ টাকা খায় আর আমরা পাই ৩-৪ শত টাকা বেতন। সে আরও জানায়, এ চাঁদা তুলে মাইজদী বাজারের মঈন ছয়তলা ভবনের ভিত্তি দিয়ে দোতলা বাড়ি করেছে। অনেক জায়গা জমিন কিনেছে। চৌমুহনীর মাসুদ ও সোনাপুরের সিএনজি কামাল কোটি কোটি টাকার মালিক। পুলিশ তাদের ধরে না। শুধু আমারমত লাইনম্যানদের গ্রেফতার করে। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন এসব চাঁদাবাজির খবরের সত্যতা স্বীকার করে বলেন, তিনি সব খোঁজখবর নিয়েই ডিবিকে অভিযানে পাঠিয়েছেন। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। তবে পৌরসভার টার্মিনাল থাকলে টার্মিনালের ভেতর থেকে তারা পৌর টোল আদায় করতে পারবে কিন্তু কোন সড়কে যানবাহন থেকে কোন চাঁদায় আদায় করতে দেয়া হবে না।
Leave a Reply