রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার দাবি করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমতউল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- আবু রায়হান ওরফে হাদি (আমির), চান মিয়া এবং রাজিবুল ওরফে আলেকজান্ডার।

এরা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করে আসছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সিটিটিসির বিশেষ অ্যাকশন গ্রুপ এই অভিযান পরিচালনা করে। এসময় এই তিনজনের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর (বোমার যে অংশটি প্রথমে বিস্ফোরিত হয়ে মূল বোমাকে বিস্ফোরিত করে), বিস্ফোরক জেল স্টিক, কমান্ডো ছুরি এবং বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।