প্রবাস | তারিখঃ নভেম্বর ১৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1425 বার
রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় এবং কনস্যুলার) কামরুল আহসান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক কামরুল আহসান ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশের বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি, দুবাই মিশনসহ একাধিক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডা এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। ২০১৬ সালে কামরুল আহসান সচিব পদে পদোন্নতি পান।
রাষ্ট্রদূত কামরুল আহসান বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চীনের বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে পড়াশোনা করেছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
Leave a Reply