প্রবাস | তারিখঃ নভেম্বর ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1876 বার
ব্রিটেন ও ফ্রান্সের পর এবার গ্রিসের উত্তরাঞ্চলে রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তাদের উদ্ধার করা হয়। এদের অধিকাংশই আফগানিস্তানি। সোমবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। ইত্তেফাক
পুলিশ জানিয়েছে, জানথি শহরের মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় ট্রাকে লুকিয়ে থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানতে কাছের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ আরো জানায়, অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক হয়ে থাকতে পারে। বেশিরভাগের অবস্থা ভালো। সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেফ্রিজারেশন ব্যবস্থা চালু না থাকায় অভিবাসীদের কারও অবস্থার অবনতি হয়নি।
সম্প্রতি ব্রিটেনে লরি থেকে ৩৯ মরদেহ এবং শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে পুলিশ। সূত্র: ডেইলি সাবাহ
Leave a Reply