সদ্য অব্যাহতি পাওয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজ বুধবার রাতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, জননেত্রী শেখ হাসিনার স্নেহ বিশ্বাস আর ভালবাসার ছাত্রলীগের কর্মী থেকে বিশাল প্রাপ্তি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অতঃপর ছন্দপতন। নিয়তি কি বিচিত্র। ভালো থাকুক প্রাণের সংগঠন আর সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জয়বাংলা, জয়বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

এর আগে, সকালে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আরামবাগের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো চলা নিয়ে সমালোচনায় পড়েন মোল্লা আবু কাওছার। এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

এছাড়া গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর), কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মোল্লা কাওছারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি পাঠায়।