অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ২২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 487 বার
চট্টগ্রাম মহানগরের নাসিরাবাদ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ ভারতীয় তরুণী কোমল কর (২৮) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভারতীয় ওই তরুণী ভারতের উত্তরাখণ্ডের নানকমাথা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত চার সহযোগী হলেন, ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার কোমল কর আন্তর্জাতিক মাদক চোরাকারবারী। কোমল করের সহযোগী গ্রেপ্তারকৃত অন্য চারজন ও আন্তর্জাতিক মাদক চোরাকারবারি চক্রের সাথে জড়িত। সম্পাদনা: জেরিন মাশফিক
Leave a Reply