অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 818 বার
রাজধানীতে ইয়াসিন উদ্দিন লিটন ওরফে ‘শুটার লিটন’ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে জাকির হোসেন ওরফে লারা নামে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, নগদ ৭৪ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন খবরে চালানো এ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা সাতটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে যাত্রাবাড়ী এলাকার ত্রাস হিসেবে পরিচিত লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি হত্যা, অস্ত্র আইনে দুটি, একটি অপহরণ ও দুটি মাদকের মামলা রয়েছে। এতদিন কারাগারে থাকলেও সম্প্রতি সে জামিনে ছাড়া পায়।
র্যাব আরও জানায়, গ্রেফতার লারাও চিহ্নিত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র দেখিয়ে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানারকম অপকর্মে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply