অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 911 বার
শুদ্ধি অভিযানের লিড এজেন্সি র্যাব না। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। তবে অভিযানে সরকারের নির্দেশে যখন যেখানে প্রয়োজন হবে, তখনই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে র্যাব।
শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে আছে র্যাব। যখনই প্রয়োজন হবে, প্রধানমন্ত্রীর নির্দেশে হাতে হাত মিলিয়ে র্যাব দায়িত্ব পালন করবে।
অবশ্য এর আগে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটি শুরু করেছে র্যাব এবং আমরা বলছি ক্যাসিনোতে অভিযান র্যাবই করবে।’
যুবলীগের নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেফতার করা নিয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধরি, সবকিছুরই উত্তর পাব।’
‘ক্যাসিনোর দায় পুলিশের একার নয়’, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার এ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘উনি এটা বলেছেন কি না আমার জানা নেই। তবে একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর এ ধরনের মন্তব্য করার কথা নয়।’
অভিযানে গ্রেফতার না হওয়া অপরাধীদের কোনো তালিকা র্যাব তৈরি করেছে কি না, এমন প্রশ্নে র্যাব মহাপরিচালক বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড়। এর সঙ্গে শুধু র্যাব জড়িত নয়।
বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী যে উদ্যোগ নিয়েছেন এটা সুদূরপ্রসারী। সার্বিক উন্নয়নে এর প্রভাব পড়বে। মানুষ এর সুফল প্রজন্ম থেকে প্রজন্ম পাবে। সেটার জন্য আমরা অপেক্ষা করি, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই।
Leave a Reply