বিদেশ | তারিখঃ মে ২৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 868 বার
সমকামীতার পর এবার গর্ভপাতকে বৈধতা দিল আয়ারল্যান্ড৷শনিবার এক গণভোটে প্রতি তিনজনের দু’জন গর্ভপাতের পক্ষে ভোট দিয়ে ইতিহাস তৈরি করেছেন৷ এখন সরকারকে নতুন আইন করতে হবে। দেশটির প্রধানমন্ত্রী লেও ভারাদকর এই গণভোটকে একটি নীরব বিদ্রোহ বলে বর্ণনা করেছেন৷ তার ভাষ্যমতে, এটা এমন এক গণভোট যা গোটা প্রজন্মে একবার হয়৷ গণভোটে গর্ভপাতের পক্ষে ভোট পড়েছে ৬৬.৪ শতাংশ। আর বিপক্ষে পড়েছে ৩৩.৬ শতাংশ।
বহু বছর ধরে আয়ারল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ ছিল৷ ১৯৮৩ সালে গণভোটের মাধ্যমেই গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করে অষ্টম সাংবিধানিক সংশোধনী পাস হয় সেদেশে৷ পরবর্তীতে একাধিক ঘটনায় গর্ভপাতের প্রয়োজনীয়তা বোঝা গেলেও আইনে পরিবর্তন আনা হয়নি৷ ম্যারি হ্যাগিনস নামে এক নারী গণভোটের ফলাফল নিয়ে জানান, এটা অবিশ্বাস্য৷ এতগুলো বছর ধরে আমরা নারীদের দেখাশোনা করার চেষ্টা করে এসেছি। কিন্তু তাদের দেখাশোনা করতে পারিনি৷ এটা আমাদের কাছে অমূল্য৷
Leave a Reply