অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ মে ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 660 বার
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক তরুনীকে গর্ভপাতে সহায়তা করার অভিযোগে পল্লীচিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রুহুল আমিন নামের ওই পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়।
জানা যায়, ওই তরুণীকে বিয়ের প্রলোভনে একই এলাকার আবদুল করিম আকন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এতে গর্ভবতী হন তরুণী। পরে করিম আকন ওই তরুণীকে গর্ভপাতের জন্য চাপ দেন। একপর্যায়ে পল্লীচিকিৎসক রুহুল আমিনের সহায়তায় তরুণীকে গর্ভপাতের ওষুধ সেবনে বাধ্য করেন করিম আকন। এর ফলে ২ মে ওই তরুণী একটি মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় বুধবার বাকেরগঞ্জ থানায় মামলায় করেছেন ওই তরুণী। মামলায় আবদুল করিম আকন, তার দুই ছেলে, পল্লীচিকিৎসক রুহুল আমিনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply