নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে ও শিক্ষকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মঙ্গলবার সকালে মজুমদারহাট বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-ঢাকা সড়কের মজুমদারহাটে মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দেওয়া তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র-ছাত্রীরা জানায়, মীরকাশেম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা প্রায় সময় বখাটেদের হাতে ইভটিজিং এর শিকার হয়। প্রতিবাদ করলে সন্ত্রাসীরা উল্টো হুমকি-ধমকি দিয়ে থাকে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক জাফর উদ্দিন অভিযুক্ত রায়হানকে বাধা দিলে সে তার অনুসারিদের নিয়ে স্কুলে ও বিদ্যুৎসাহী সদস্য পারভেজের বসত বাড়ী ভাংচুর করে। ঘটনার পর প্রধান শিক্ষক বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এই মানববন্ধন করেন।