খেলাধুলা | তারিখঃ আগস্ট ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 736 বার
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে ইউরোপসেরা খেতাব জিতেছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। গেল মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ সেরা ডিফেন্ডারের পুরস্কারটিও বগলদাবা করেছেন ডাচ এই ডিফেন্ডার।
ইউরোপসেরা খেলোয়াড় হবার দৌড়ে থাকা লিওনেল মেসি অবশ্য একেবারে খালি হাতে ফেরেননি। জিতেছেন মৌসুমসেরা ফরোয়ার্ডের পুরস্কার।
গেল মৌসুমে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যের কারণে ইউরোপসেরা হওয়ার দৌড়ে ভালোভাবেই ছিলেন ডিফেন্ডার ফন ডাইক। ২০১৭-১৮ মৌসুমে দারুণ আক্রমণ ভাগ থাকলেও ভঙ্গুর রক্ষণভাগের জন্য ঘরোয়া ও ইউরোপীয় পরিসরে ভুগেছিল লিভারপুল।
আরও পড়ুন : চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরসহ ১২ জন আটক
কিন্তু গেল মৌসুমে তার অন্তর্ভুক্তি লিভারপুল রক্ষণকে প্রিমিয়ার লিগের সেরা রক্ষণভাগে পরিণত করেছে। তার দুর্দান্ত পারফরম্যান্স দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারেও সহায়তা করেছে।
জাতীয় দলের হয়েও বেশ সফল ফন ডাইক। বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডসকে উয়েফা নেশন্স লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করেছিলেন তিনি। যারই ফলে ইউরোপসেরা বনে গেছেন তিনি।
সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন ফ্রাংকি ডি ইয়ং। সেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার।
Leave a Reply