অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ২৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 711 বার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. সোয়েব মুহিত।
উল্লেখ্য, অন্য পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় চিকিৎসক দম্পতি মোস্তফা মোরশেদ আকাশ ও তানজিলা হক চৌধুরী মিতুর মধ্যে। একপর্যায়ে স্বামী আকাশের বাসা থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে যান তানজিলা। পরে স্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন ডাক্তার আকাশ।
তিনি লিখেন, ‘আমাদের দেশে তো ভালোবাসায় চিটিংয়ের শাস্তি নেই, তাই আমিই বিচার করলাম আর আমি চিরশান্তির পথ বেছে নিলাম।’ এরপরেই ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেন আকাশ। ওই দিন রাতেই অভিযান চালিয়ে নগরীর নন্দনকানন এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে স্ত্রী তানজিলাকে আটক করে পুলিশ।এ ঘটনায় আকাশের স্ত্রী, শ্যালিকা, দুই বন্ধুসহ ছয়জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন নিহত আকাশের মা জোবেদা খানম।
২০০৯ সাল থেকে আকাশের সঙ্গে মিতুর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরপর ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
Leave a Reply