অর্থনীতি | তারিখঃ আগস্ট ২১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1104 বার
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। আজ মঙ্গলবার অর্থমন্ত্রণালয় তাকে এ পদে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ড. জামাল উদ্দিনের ব্যাংকিং, পুঁজিবাজার, জ্বালানী-বিদ্যুত, নিরীক্ষাসহ বিভিন্ন খাতের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়েলস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সাবেক প্রেসিডেন্ট।
তিনি পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা ওয়াসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্রেডিট রেটিং কোম্পানি এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান।
Leave a Reply