রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলামকে নকশা জালিয়াতির এক মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভিরকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরের ২৭ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন মারা যান। ভবনটির ২১, ২২ ও ২৩ তলার মালিক তাসভির কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাও তিনি। ঘটনার পর ২৫ জুন ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। অবৈধভাবে ভবন সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযুক্ত ২৩ জনের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন।

তদন্তে দুদক দেখেছে, বনানীর ওই ২৩ তলা ভবনটিতে কোনো ফায়ার এলার্ম ছিল না। সেই সঙ্গে সংকীর্ণ বহির্গমন পথ ও সিঁড়ি, ফায়ার এক্সিট বন্ধ থাকাসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করে। ভবনটি ১৫ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অবৈধভাবে এটি ২৩ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে যে কারণেই এত মানুষের প্রাণহানি হয়েছে।