এফডিসিতে গত তিন বছর ধরে গরু কোরবানি দিয়ে আসছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা পরিমনী। মূলত এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্যই এই কোরবানি দিয়ে থাকেন বলে জানান পরি। প্রতিবারেই দেখা গেছে গরু কোরবানি দেয়া শেষে অসচ্ছ্বল শিল্পীদের নিজ হাতে মাংস বিলি করছেন তিনি। এ দৃশ্য দেখা যাবে এবারও। এফডিসিতে এ বছর চারটি গরু কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন পরিমনী ।
পরীমনি বলেন, ‘আমি বার বার একটা কথা বলে আসছি।আগেও বলেছি এবারও বলছি এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। তাই পরিবারের জন্যই কোরবানি দেই। যতদিন বাঁচব, ততদিন এফডিসিতে কোরবানি দিয়ে যাব।’

ঈদের আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ততায় ঢাকার বাইরে থাকতে হয়েছে। ফলে গরু কেনা হয়েছিলনা তার। তবে ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। হাটে গিয়ে নিজেই দেখে শুনে ক্রয় করেন চারটি গরু।

বিএফডিসিতে যারা দিন ভিত্তিতে কাজ করেন তারা অনেকেই এখন বেকার। কারণ আগের মত এখন বিএফডিসির এখন কাজ হয়না বললেই চলে।

তাই এফডিসিতে অসচ্ছ্বল শিল্পীদের মানবেতর অবস্থা দেখে মানবিক হৃদয়ের টানে ২০১৬ সাল থেকে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি।