জেলা সংবাদ | তারিখঃ আগস্ট ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 429 বার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইনের মৃত্যু হয়েছে ।
রবিবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রিফাতের বাড়ি গাজীপুরের টঙ্গীতে। বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে আসা-যাওয়া করতেন।
রিফাতকে গত ৯ আগস্ট রিফাতকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, গতকাল থেকে রিফাতের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। আজ দুঃখের খবরটি শুনলাম।
তিনি আরও বলেন, হাসপাতালে বিল হয়েছে অনেক। ওরা (হাসপাতাল কর্তৃপক্ষ) এমন বিল করে কেন বুঝতে পারি না। আমি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমরাও যোগাযোগ করছি।
এর আগে ২৬ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাবির ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন।
Leave a Reply