জেলা সংবাদ | তারিখঃ আগস্ট ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 722 বার
নোয়াখালী জেলা বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ । শনিবার বিকালে ৫টা থেকে ৬.৩০ মি. এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর মহা পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এ সময় বিভিন্ন খাবার হোটেলগুলোর কিচেন পরীক্ষা করে দেখা যায়- খাবার পণ্যে নিষিদ্ধ টেস্টি সল্ট, ঘন লবণ, অনুমোদিত নয় এমন পণ্য ব্যবহার করা, মূল্য তালিকা না থাকা ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে কাঁচাবাশি পণ্য একসাথে সংরক্ষণ করা হচ্ছে।
এই সময়ে বিভিন্ন মিষ্টির দোকান পরিস্কার না থাকায় পরিস্কার করার জন্য সময় দিয়েছেন, একই সাথে মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।
এসব অপরাধে ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী কলা পাতা চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, চট্রগ্রাম হোটেল,আজমীর হোটেল, শ্রী রাম, শ্রী কৃষ্ণ ও রাজমহলকে ২ লক্ষ টাকাসহ অন্যান্য প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩ লক্ষ ৪৫হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান সহযোগীতা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও সুধারাম মডেল থানা পুলিশ।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর মহা পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করেছি।
Leave a Reply