অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 478 বার
ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-৪ ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে বলে রাতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। আটক দুই জন হলেন-নয়ন শেখ ও আশিকুর রহমান আশিক।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম খালেকের অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মলম পার্টির দুই সদস্যকে আটক করে। আসামিরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা (আসামিরা) ৮ থেকে ১০ জনের একটি সম্মিলিত চক্র। তারা ২-৩ সদস্যের ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশন গুলোতে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গগামী যাত্রীদের টার্গেট করে অনুসরণ করত। টার্গেট অনুযায়ী সহযাত্রী বেশে আলাপচারিতার মাধ্যমে পানির সাথে ঘুমের ঔষধ খাইয়ে যাত্রী তথা ভিকটিমকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলে এবং ভিকটিমকে সর্বশান্ত করে আসছিল।
আটক দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply