অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 509 বার
রাজধানীর পল্লবীর ডি ব্লকের ২৫ নম্বর রোডে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মাহাদী হাসান ওরফে শান্ত হাসান। গত রবিবার দিবাগত রাতে ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহিদুজ্জামান জানান, মাহাদীকে আসামি করে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে এটিইউ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
এটিইউ সূত্র জানায়, গত শুক্রবার মিরপুরের রূপনগর এলাকার একটি বাসা থেকে সোনালী ব্যাংক, মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহম্মদ আলী, তাঁর স্ত্রী সালমা আহাম্মদ, ছেলে আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া ও আবু সালেহ মোহাম্মদ কিবরিয়া এবং মেয়ে আসমা ফেরদৌসী রিফাকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে হাসান আবু সালেহ মোহাম্মদ জাকারিয়ার ঘনিষ্ঠ সহযোগী মাহাদী।
Leave a Reply